ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি জাপতনগরে পুকুরে ডুবে মো: অভি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে জাপতনগর ইউনিয়নের জাঁহানপুর লতিফ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী রহিম উল্লাহর ছেলে।
জানা যায়, অভি বাড়ির সামনে পুকুরের পাশে বল নিয়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় বলটি পুকুরে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে শিশুটি ডুবে মারা যায়।
এদিকে শিশু অভির এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
২৪ ঘণ্টা/জুনায়েদ
Leave a Reply