কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের দুইটি গ্রামে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার অন্যান্য বছরের মতো এবারও মির্জাখীল দরবার শরীফের অনুসারি উপজেলার বাশঁবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার চারিয়াকান্দি গ্রামের মানুষ তারাবির নামাজ আদায় করেছেন।
নির্দিষ্ট মতবাদের অনুসারী এই দুুই গ্রামের বাসিন্দারা নিজ নিজ মসজিদে তারাবির নামাজ আদায় করেন। প্রচলিত নিয়মের আগে রোজা ও ঈদ উদযাপনকারীদের অধিকাংশই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার হলেও তাদের সাথে মিলে সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া ও বাড়বকুণ্ড দুই গ্রামের মানুষ একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করে থাকে। প্রায় দুশ বছর আগে তৎকালীন পীর মাওলানা মুখলেছুর রহমান (রহঃ) একদিন আগে অর্থাৎ পৃথিবীর অন্য যেকোন দেশে চাঁদ দেখা গেলেই রোজা, ঈদ এবং কোরবানী পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জাখীল দরবারের অনুসারীরা এ নিয়ন পালন করে আসছেন।
ঠিক তেমনীভাবে সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকায় দুটি গ্রামের মানুষ বহু বছর ধরে একদিন আগে৷ রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজাহা পালন করে আসছে।
Leave a Reply