কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের পাঁচ মাস বয়সের ফুটফুটে শিশু সেই তাবিহাকে আর বাঁচানো গেলোনা। দীর্ঘদিন কঠিন রোগের সাথে লড়াই করে অবশেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যু বরণ করে।
জন্মের চার মাস পরই ধরা পড়ে তাবিহার ফুসফুসে দুটি ছিদ্র এবং রক্ত নালির সমস্যা দেখা দেয়। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোটপাড়া গ্রামের প্রাইভেট কার চালক রাসেলের কন্যা তাহিবা।
ঢাকা শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাঃ এ,বি,এম, আবদুস সালাম যত দ্রুত সম্ভব তাবিহা’র অপারেশনের পরামর্শ দেন।
চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার বেশি প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। দরিদ্র পিতার পক্ষে এই বিপুল ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাবিহার পিতা রাসেল। অন্যদিকে টাকার অভাবে চিকিৎসা শুরু করতে যত সময় যাচ্ছে, তত দ্রুত অনিশ্চিত হয়ে উঠে শিশুটির বেঁচে থাকার আশা। অবশেষে জীবন প্রদীপ নিবে গেলো তাবিহা’র।
Leave a Reply