রমজানে খাবার নিয়ে অসহায়দের পাশে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরা কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কোভিড ১৯ এর ভয়াবহতায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান লকডাউন এর শুরু থেকে এই কার্যক্রম চলমান আছে এবং পুরো রমজান মাস জুড়ে পরিচালিত হবে।

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে। কার্যক্রমে প্রতিদিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। এতে খাবারের পাশপাশি সচেতনতা তৈরির জন্য মাস্কও বিতরণ করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হচ্ছে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২০ থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।

এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৯০০০ হাজার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *