সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাজু (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলার পন্হিছিলা পাহাড়ে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ উদ্ধার করে।
রাজু সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর মহাদাবপুর কাদের ভুঁইয়া পাড়ার মৃত আব্দুল হাকিমের পুত্র।
জানা যায়, রাজু গত রাতে পরিবারের সাথে অভিমান করে বের হয় যায়। আজ সকালে স্থানীয়রা পাহাড়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে রাজু প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসিম বলেন, রাজু নামের ছেলেটি গতরাতে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। সকালে পাহাড় থেকে আত্নহত্যা করা অবস্থায় লাশ পাওয়া যায়।
এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply