রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের নোয়াজিষপুরে ইউনিয়নে প্রধানমন্ত্রী শেথ হাসিনার আর্থিক অনুদান উপহার পেয়েছে ৫’শ নারী-পুরুষ।
শনিবার (১ মে) বিকেল সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি।
নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্দা মুজিবুর রহমান, নোয়াজিষপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, তাজউদ্দিন সোলেমান, দীল মোহাম্মদ, মেহেদী রাজু, জিয়া মেম্বার, নাহিদুল করিম, অভি, রাহুল সহ অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিরা ইউনিয়নে আগত নারী পুরুষের মাঝে আর্থিক অনুদান তোলে দেন।
Leave a Reply