ফটিকছড়ি প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ এবং তার নিঃশর্ত মুক্তিসহ পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফটিকছড়ি বাস স্টেশনস্থ মুক্তিযোদ্ধা চত্বরে ‘ফটিকছড়ি প্রেস ক্লাব’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী (দৈনিক ইনকিলাব)।
সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধূরীর (দৈনিক আমাদের সময়) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া (দৈনিক জনকণ্ঠ), সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (আজকের সূর্যোদয়), যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক (দৈনিক কালের কণ্ঠ) কোষাধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দিন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক মোঃ এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ), পাঠাগার সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশরূপান্তর), কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ জুনায়েদ (দৈনিক ভোরের দর্পণ), মোঃ কাউছার সিকদার (সাপ্তাহিক ফটিকছড়ির খবর), সাংবাদিক আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ প্রমূখ।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, একেএম নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, অস্থায়ী সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন শাহনেওয়াজ, মুহাম্মদ ওমর ফয়সাল প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের অপসারণসহ গ্ৰেফতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এডমিন ক্যাডারের পরিবর্তে স্বাস্থ্য ক্যাডারের সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ, সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং দেশের সর্বত্র সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান।
২৪ ঘণ্টা/জুনায়েদ
Leave a Reply