লোহাগাড়ায় গীতার আসর থেকে ফেরার পথে বাক প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণ : দুই যুবক গ্রেফতার

এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় এক বাক প্রতিবন্ধী (৩০) যুবতীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হল-ওই এলাকার মৃত বিমল দাশের পুত্র বিপ্লব দাশ টিশু ও স্বপন দাশের পুত্র বিশ্বজিৎ দাশ বিসু৷

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো : রাশেদুল ইসলাম বলেন, ২৪ মে সোমবার রাত ১০টার দিকে কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান রাবার ড্যাম হিন্দু পাড়ায় পাশের বাড়ি থেকে গীতার আসরে যায় ওই প্রতিবন্ধী যুবতী ৷ গীতার আসর শেষ করে বাড়ি ফেরার পথে বিসু ও টিশু তারা দু’জন মিলে ওই যুবতীকে মুখ চেপে ধরে পাশের নির্জন খড়ের গাদায় নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে ওই প্রতিবন্ধী যুবতীকে।

তিনি আরো বলেন, এ ঘটনায ধর্ষণের শিকার যুবতীর বাবা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে টিসু ও বিসুকে আটক করি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের দুই ঘন্টা পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছি। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় প্রতিবন্ধী যুবতীর বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় আটকৃতদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে বলেও নিশ্চিত করেছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *