রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় রাউজান পৌরসভা-১ দল ও পৌরসভা ২। ফাইনালে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পৌরসভা-২ ফুটবল একাদশ।

খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে একদিন বিশ্বমানের খেলোয়ার উঠে আসবে। যারাই টুর্নামেন্টে ভালো খেলেছে তাদেরকে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে যাতে আরো বড় পরিসরে নিজেদের মেলে ধরতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নুরুল আবচার বাঁশি, মুক্তিযোদ্ধা ইউসুফ খান।

অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জমজমাট ফাইনাল উপভোগ করতে প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার দর্শক সমাগম ঘটে।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছে প্রাইজমানি,ট্রপি ও পদক তুলে দেন অতিথিবৃন্দ।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *