সীতাকুণ্ডে একদিনের ব্যবধানে ফের গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : এক দিনের ব্যবধানে সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে ফের তৃষ্ণা জলদাস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার সকালে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শীতলপুরস্থ বগুলা বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৃষ্ণা দাস একই ওয়ার্ডের শুভ পালের স্ত্রী।

জানা যায়, তৃষ্ণা জলদাস দীর্ঘদিন যাবত বগুলা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন স্বামী ও তার মাকে নিয়ে। বুধবার ভোরে সে সবার অলক্ষ্যে ঘরের বিমের সাথে উড়না পেঁঁচিয়ে আত্নহত্যা করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবলু জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কহলের জেরে সে আত্নহত্যা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বর্ণিক জানান, কি কারণে গৃহবধূটা আত্নহত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

গতকাল উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

২৪ ঘণ্টা/দুলু

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *