হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে হেফাজতের সহিংসতার সময় খোয়া যাওয়া পুলিশের একটি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। প্রায় আড়াই মাস পর এগুলো উদ্ধার হয় বলে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।
গতকাল রোববার বিকাল সাড়ে তিনটায় হাটহাজারী পৌরসভার পূর্ব মীরেরখীল গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগজিন সহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে মডেল থানা পুলিশ।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমন উপলক্ষে গত ২৬ মার্চ হাটহাজারীতে মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময় মডেল থানার এএসআই ইউসুফের একটি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়।
এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোবরার সন্ধায় মীরেরখীল গ্রাম থেকে পিস্তল ও ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২৪ ঘণ্টা/কুতুব
Leave a Reply