পোল্যান্ডে ভিসা প্রসেস এ শতভাগ নিশ্চয়তা দিচ্ছে গ্লোবাল নলেজ

ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ড। যেখানে বাংলাদেশীদের জন্য রয়েছে প্রচুর কাজের সুযোগ সুবিধা। এছাড়া বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবেও পছন্দের প্রথম সারিতে রয়েছে পোল্যান্ড।

তবে সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়েও দীর্ঘ সময় ধরে এম্ববাসিতে জমা দিতে না পেরে হতাশায় ভুগেছেন হাজারো বাংলাদেশী আবেদনকারী। তাছাড়া বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস না থাকায় পোল্যান্ডে ভিসার জন্যে ভারতের নিউ দিল্লিতে আবেদনপত্র জমা দিতে হয় আগ্রহীদের।

অনেকে ব্যক্তিগতভাবে অথবা যেকোনো কন্সালটেন্সি ফার্মের মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেও শতভাগ সফলতা পাওয়া সম্ভব হচ্ছে না।

যারা নানা চেষ্টার পরও ইউরোপে কোনভাবেই যেতে পারছেন না, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ইউরোপের ভিসা প্রসেস এ বিশ্বস্থ প্রতিষ্ঠান গ্লোবাল নলেজ। বিশেষ সুযোগ ও শতভাগ নিশ্চয়তা দিয়ে পোল্যান্ড ভিসার জন্য আপনার আবেদন পত্রটি সঠিকভাবে সম্পাদন করে থাকে প্রতিষ্ঠানটি।

দেশে এত ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থাকতে কেন আপনি গ্লোবাল নলেজ বেঁছে নেবেন এ বিষযে জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মুহাম্মদ শাহীন টিটু বলেন, যারা ইউরোপে যেতে ইচ্ছুক। শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়েও দীর্ঘ সময় ধরে এম্ববাসি সম্পর্কে এবং আবেদনের সঠিক প্রসেস জানা না থাকায় আবেদনপত্র জমা দিতে পারছেন না। আবার কোন কোন কন্সালটেন্সি ফার্মের মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেও সফলতা পাননি তাদের জন্য Global Knowledge (গ্লোবাল নলেজ) দিচ্ছে শতভাগ নিশ্চয়তা।

তিনি বলেন, নিশ্চিন্তে আপনার আবেদনপত্র জমা দিতে পারেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ পর্যন্ত গ্লোবাল নলেজ থেকে শতাধিক আবেদনকারী সফলভাবে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন ভারতের নিউ দিল্লি পোল্যান্ড এম্বাসিতে। তাই যারা ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়ে ভিসা আবেদনের মাধ্যম খুজছেন তারা হতাশায় না ভুগে তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেস আবেদন করার জন্য আগ্রহীরা এ প্রতিষ্ঠানটিকে মাধ্যম হিসেবে বেঁছে নতে পারেন।

প্রতিষ্ঠানটিতে যোগোযোগের ঠিকানা Global Knowledge (গ্লোবাল নলেজ) ৭৬ জলিল বিল্ডিং(১ম তলা) মুরাদপুর, চট্টগ্রাম। সেলফোন ০১৭৬৬-৪০২৬০০, ০১৮১৮০৫৯৩২৮।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *