দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের জিএমসহ ২ কর্মকর্তা কারাগারে

দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন জিএমসহ দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(১০জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদলত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কর্মকর্তা দুজন হলেন নগরীর ষোলশহরস্হ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান।

দুর্নীতির মামলায় সকাল ১০টার দিকে দুদকের একটি অভিযানিক টিম এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন সংবাদ মাধ্যমকে জানান, দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদি হয়ে এ মামলাটি করেছেন।

ওই মামলায় সকালে তাদের দু’জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *