ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কে চাঁদের গাড়ী (জীপ)র সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে খিরাম সড়কের প্রেমপুর লম্বাটিলা বাগানে এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জীপটি লাকড়ী বোজাই ছিলো বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নিহতের নাম সাইদুল হক (৫৫)। সে নোয়াখালী কবিরাজ থানার ইন্দ্রপুর গ্রামের মৃত রহমত উল্লাহ পুত্র। নিহত সাইদুল হক পেশায় একজন বাবুর্চী।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নিহত ব্যক্তি বিয়ে বাড়িতে বাবুর্চীর কাজ করে। নানুপুর সৈয়দবাড়ি থেকে খিরামে একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে দুর্ঘটনা কবলিত জীপ গাড়ীটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেন।
Leave a Reply