হাটহাজারীর সাবেক ভাইস চেয়ারম্যান মুনির ৬ দিনের রিমান্ডে

হাটহাজারী প্রতিনিধি : হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৩ জুন) বেলা ২টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থানার গত ২৭(০৪)২১ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে নতুন করে হাটহাজারীর আরও ২ মামলায় মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য,গত সোমবার (২১ জুন) বিকেলে হাটহাজারী থেকে মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেফতার করেছিল হাটহাজারী থানা পুলিশ।

২৪ ঘণ্টা/কুতুব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *