আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের সাথে যৌথ সহযোগিতা করবে কানাডা: রোজালী লাপ্লান্তে

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দেশী-বিদেশী পর্যবেক্ষকদের অংশগ্রহনের বিকল্প নেই। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তত্বাবধানে গত জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। এ সংগঠনের মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে উপরোক্ত মন্তব্য করেন ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের র্চাজ দ্যা’ আ্যফেয়ার্স রোজালী লাপ্লান্তে।

বুধবার (২৩ জুন) বিকাল ৩ ঘটিকায় বারিধারা কানাডিয়ান হাই কমিশনে র্চাজ দ্যা’ আ্যফেয়ার্স- রোজালী লাপ্লান্তের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলীর সৌজন্য সাক্ষাত ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে র্চাজ দ্যা’ আ্যফেয়ার্স রোজালী লাপ্লান্তে আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের সাথে যৌথ সহযোগিতা করবে কানাডা। বাংলাদেশের সাথে কানাডার সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করতে সামাজিক, মানবিক ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করবে ও পাশে থাকবে কানাডা সরকার।

আলোচনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব বলেন, দেশের এক শ্রেণীর সুশীল ব্যক্তিবর্গ সরকারকে বিব্রত করতে সামান্য ইস্যুকে বৃহৎ আকারে রূপান্তরিত করে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত সকল বিদেশি কূটনৈতিকবৃন্দ সঠিক তথ্য জেনে মন্তব্য করা উচিত। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষভাবে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সক্রীয় ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন কানাডিয়ান দূতাবাসের সিনিয়র রাজনৈতিক এবং অর্থনৈতিক উপদেষ্টা সায়েদ শাহনেওয়াজ মহসিন।

২৪ ঘণ্টা/পায়েল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *