রাউজান প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অগ্রগতি বিষয়ক মাসিক সভা অনুষ্টিত হয়।
২৪ জুন বৃহস্পতিবার বিকালে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সােহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৌমিত বড়ুয়া, জুনিয়র কর্মকর্তা অপু গোস্বামী, পুলক কান্তি সেন, কম্পিউটার অপারেটর সেলিম রেজা, ক্যাশ সহকারী জিতেন্দ্র চাকমা, মাঠ সহকারী অনিক বড়ুয়া, বিপ্লব চাকমা, রিবেল চাকমা, মিতালী চৌধুরী। সভায় ১৪ ইউনিয়নের ২৩ জন মাঠ সহকারী উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সােহাগ বলেন, তৃণমূল পর্যায়ে সাধারন মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন জনপদে অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।
তিনি মাঠ পর্যায়ে কর্মরত প্রকল্পের সহকারীদের উদ্দেশ্যে বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঋণ গ্রহিতাদের বিষয়ে খোঁজখবর নিয়ে শতভাগ নিশ্চিত হবেন। যাতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply