রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজানের বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যাগণ। ২৮ জুলাই সোমবার দুপুরে রাউজান পৌরসভা সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় পৌরসভার পৌর কাউন্সিলর জানে আলম জনি, প্যানেল মেয়র-৩ মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেছা,
জান্নাতুল ফেরদৌস ডলি, বিভিন্ন ইউপির সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যা রুবিনা ইয়াছমিন রুজি, লাকী চৌধুরী, জেনু বড়ুয়া, শাহানাজ পারভীন, ছেনোয়ারা বেগম, গোলাপী বড়ুয়া, মাহামুদা বেগম, রাসু আকতার, রোকেয়া বেগম।
মত বিনিময়কালে রাউজান পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় মহিলা মেম্বারদের পক্ষ থেকে পৌরমেয়রকে ক্রেস্ট প্রদান করা হয়।
পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,
রাউজানের সাংসদের প্রচেষ্টায় পিংক, গ্রিণ ও ক্লিন রাউজানের সুনাম আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে।আধুনিক রাউজান গড়তে রাউজানের সাংসদের সার্বিক নির্দেশনা মেনে সবাইকে নিজের অবস্থান থেকে সৎ, নিষ্টার সাথে কাজ করতে হবে।
২৪ঘণ্টা /নিজাম
Leave a Reply