শিল্পকলায় ৮ থেকে ১২ নভেম্বর নাট্যাধার নাট্যপার্বণ ২০১৯

নাট্যচর্চার ১৩ বছরকে স্মরণীয় করে রাখতে আগামী ৮ থেকে ১২ নভেম্বর’১৯ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমন্ত্রিত ১টি প্রযোজনাসহ দলীয় ৪টি প্রযোজনা নিয়ে পাঁচ দিনব্যাপী নাট্য প্রদর্শনী এবং ১২ তম জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে নাট্যাধার।

পাঁচ দিনব্যাপী এই নাট্যপার্বণে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাট্যাধার প্রযোজনা আহাম্মদ কবির রচিত ও শারমিন সুলতানা রাশা নির্দেশিত নাটক ‘৩২, ধানমন্ডি এবং …’, ৯ নভেম্বর মঞ্চস্থ হবে নাট্যাধার প্রযোজনা আহাম্মদ কবির রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘ফুলজান’, ১০ নভেম্বর মঞ্চস্থ হবে নাট্যমঞ্চ রেপার্টরি প্রযোজনা রবিউল আলম রচিত ও নির্দেশিত নাটক ‘আলো নিরুত্তর’, ১১ নভেম্বর মঞ্চস্থ হবে নাট্যাধার প্রযোজনা আনন জামান রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘শিখন্ডী কথা’ এবং ১২ নভেম্বর মঞ্চস্থ হবে নাট্যাধার প্রযোজনা রুবাইয়াৎ আহমেদ রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘হিড়িম্বা’।

৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় অকাল প্রয়াত নাট্যজন ফারজানা পারভীনকে উৎসর্গিত এই আয়োজন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রবীন নাট্যজন শুভ্রা বিশ^াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যজন খালেদ হেলাল, অভিজিৎ সেনগুপ্ত, খোরশেদ আলম।

নাট্যাধার নাট্যপার্বণ শীর্ষক আয়োজিত উক্ত পাঁচ দিনব্যাপী আয়োজনের ৩য় দিন ১০ নভেম্বর বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যাধার প্রবর্তিত জিয়া হায়দার নাট্যপদক প্রদান করা হবে। এ বছর ১২তম জিয়া হায়দার নাট্যপদকের জন্য মনোনীত হয়েছেন নাট্যজন রবিউল আলম। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়েল উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার রবিউল আলমের হাতে পদক তুলে দেবেন। এ সময় উপস্থিত থাকবেন প্রবীণ নাট্যজন প্রদীপ দেওয়ানজি, মোসলেম উদ্দিন সিকদার লিটন, সাইফুল আলম বাবু।

প্রতিদিন সন্ধ্যা ৬ টায় মিলনায়তনে মঞ্চস্থ এই নাট্যপার্বণে প্রবেশপত্র প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *