হাটহাজারী প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় হাটহাজারীতে অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ইউনিট।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মিরেরখীল মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন মোঃ ফোরকান মিয়া (৩২), সামাদ মিয়া (২৩), মোঃ জাবেদ (২৫), কামরুল হাসান নাঈম (২৪), শরীফ উদ্দিন (১৮), শামীম (১৮), হৃদয় (২২) মোঃ নয়ন (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ইউনিটের অধিনায়ক মেহেদী হাসান জানান, র্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে হাটহাজারী মারেরখীল মোহাম্মদপুর এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি শুটারগান এক রাউন্ড গুলি, তিনটি কিরিচ চারটি চাকু, বিপুল পরিমাণ লাঠিসহ আটজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে।
২৪ ঘণ্টা/পারভেজ
Leave a Reply