আনোয়ারায় লকডাউনে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি:

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ২য় দিনের চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড জরিমানা শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।উপজেলার চাতরী চৌমহনী বাজার, জয়কালী হাট, কবিরের দোকান, বটতলী রুস্তম হাট, সেন্টার, বন্দর মহালকান বাজার, মালঘর বাজার কালাবিবির দিঘীর মোড় সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি হোটেল সহ ১০টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারণ বাহিরে ঘুরাফেরা করা লোকদেরকে সতর্ক করা হয়।

সরেজমিনে দেখা যায়, কঠোর এ বিধিনিষেধের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে থানা প্রশাসন। জরুরি সেবা ব্যতীত সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হলেও সাধারণ জনগণকে ঘরমুখো করা যাচ্ছে না। সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়ছে। প্রশাসনের সামনে পড়লে নানান অজুহাত দাঁড় করাচ্ছে। তবে এখনো অনেককে মাস্ক ছাড়া ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের এসব অজুহাত যাচাই বাছাই করে সন্দেহ হলে জরিমানা সহ শেষ বারের মত সতর্ক করে দেওয়া হচ্ছে।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

২৪ঘণ্টা / জাবেদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *