হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে লকডাউনের ২য় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহর যৌথ অভিযানে লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানকালে ৩৫ টি মামলায় ৩৫ জন ব্যক্তিকে মোট ১৬৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণের উদ্দেশে মাইকিং করে ও মৌখিকভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়। লকডাউনের আগামী দিনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় হাটহাজারী মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা /কুতুব
Leave a Reply