ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে নিখোঁজের তিন দিন পর আবদুচ ছালাম (৫০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) উপজেলার দাঁতমারা ইউপির তারাখো গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুচ ছালাম বড় বেতুয়া দাওয়াতের টিলার শেখ আহমদের ছেলে।
জানা যায়, প্রবাসী আবদুচ ছালাম দুই মাস আগে ওমান থেকে দেশে আসে। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের তিন দিন পর আজ বাড়ির পাশে অবস্থিত খালে তার গলিত লাশ পাওয়া যায়।
ভুজপুর থানার এসআই রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
২৪ ঘণ্টা/জুনায়েদ
Leave a Reply