রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা গ্রামের একটি মসজিদ ও আস্তানা শরিফে চুরির ঘটনা ঘটেছে। ৩ জুলাই দিবাগত রাতের কোনো এক সময়ে হলদিয়া ইউপির ২নং ওয়ার্ডের তোতাগাজী বাড়ী শাহে মসজিদের বারান্দা ও মূল ভবনের দরজার তালা ভেঙ্গে মসজিদের দানবাক্সে রক্ষিত আনুমানিক ১০/১২ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
স্থানীয়রা জানান, চোরের দল মসজিদের দ্বিতল ভবনের তালা ভেঙ্গে ইমামের কক্ষে প্রবেশ করে রুমের জিনিসপত্র তছনছ করে একই রাতে এলাকার হযরত আবদুল কাদের জিলানী(রঃ)কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষের তালা ভেঙ্গে আলমারিতে রক্ষিত খতিব,ইমাম,মুয়াজ্জিন,শিক্ষক,বাবুর্চির বেতনের ৪২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অফিসের হিসাবরক্ষক মুহাম্মদ হানিফ জানান, চুরির খবর পেয়ে আমি অফিসে গিয়ে ফাইলসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটানো অবস্থায় দেখতে পাই।
আবদুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম বলেন, দানবাক্সের টাকা দিয়ে দরগাহবাজার জামে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, সুইপার, হেফজ খানার দুজন শিক্ষক সহ বাবুর্চী,ফোরখানিয়া মাদ্রাসার ৩ জন শিক্ষক,নূরানী মাদ্রাসার ৪জন শিক্ষকের বেতন আমরা চালিয়ে থাকি। চলতি মাসে
কয়েকজনের বেতন পরিশোধ করলেও কয়েকজন শিক্ষকদের বেতনের টাকা অফিসে রক্ষিত ছিল।চোরের দল সেই টাকা অফিসের তালা ভেঙ্গে নিয়ে গেছে।
২৪ঘণ্টা /নিজাম
Leave a Reply