চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৫

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪১৪ এবং উপজেলা পর্যায়ে ১৪৫ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৩৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬০ হাজার ৯২৭ জন। এর মধ্যে নগরে ৪৭,৩৮১ জন এবং উপজেলা পর্যায়ে ১৩,৫৪৬ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এন্টিজেন টেস্টে ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭২২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৮২ এবং উপজেলায় ২৪০ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *