চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল রবিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার সময় পাহাড়তলী থানাধীন সিগনাল কলোনী সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারির নাম মো. সাগর (৩৪)। তিনি চাঁদপুর জেলা সদর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিষ্ণুদি কালু সর্দার বাড়ির মো. ইলিয়াস সর্দারের ছেলে।
বর্তমানে সে নগরীর পূর্ব মাদারবাড়ী ১ নং গলির আনু মার কলোনীতে ভাড়া বাসা নিয়ে এ মাদক কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
গাঁজাসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতি. উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, গ্রেফতার সাগরের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply