হালদার শাখা খালে ভেসে উঠল মৃত ডলফিন

হাটহাজারী প্রতিনিধি:
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর শাখা খাল চেংখালিতে ভেসে উঠল ৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ সড়কের চেংখালি ব্রিজের নিচে স্থানীয়রা মৃত ডলফিনটি দেখতে পেয়ে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করেন। ডলফিনটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া না যাওয়ায় ধারণা করা হচ্ছে জোয়ারের সময় ডালফিনটি হালদা নদী হতে সময় ডালফিনটি হালদা নদী হতে শাখা খালে প্রবেশ করে আটকা পড়ার কারণে মৃত্যু হয়।

মৃত ডলফিন উদ্ধারের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, মৃত ডলফিনটির একটি পাখনা কেটে পরীক্ষার জন্য ল্যাবটরিতে পাঠানো হয়। পরে আইডিএফ ও বনবিভাগের উপস্থিতিতে হালদা নদীর পাড়ে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা /পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *