আমিরাত প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় প্রস্তাবিত আন্তর্জাতিক মানের এফ,আই,কে হাসপাতালের জন্য খরিদকৃত জায়গায় উপর অপরিকল্পিতভাবে ড্রেনের নামে মাটি খনন , আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও, বারইয়ার হাট পৌরসভার মেয়র মো: রেজাউল করিম খোকনের ব্যক্তিগত রেষারেষির কারণে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আবুধাবি প্রবাসী আল সুমাইয়া গ্রূপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি ‘র নিজস্ব খরিদকৃত জায়গার ওপর নির্মিত খান মার্কেটে ভাংচুর , সন্ত্রাসী বাহিনী কর্তৃক তার মালিকানাধীন এফ, আই,কে,প্রোপাটর্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর কর্মকর্তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হওয়ার প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবিতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় গত শুক্রবার স্থানীয় সময় রাতে আবুধাবির একটি হোটেলে।
সরকার কর্তৃক দুইবার নির্বাচিত সিআইপি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরপর দুইবার বৃহত্তর চট্টগ্রামের সর্বোৎকৃষ্ট রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবী করেন যে তার মার্কেটে অর্ধশতাধিক ব্যবসায়ী মেয়রের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একজন প্রবাসী হিসেবে তিনি তার জানমাল রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।
সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক কাজী সৈয়দ তারেক এবং প্রবাসী ব্যবসায়ী সংগঠক সরওয়ার আজমও একজন রেমিট্যান্স যোদ্ধার প্রতি এ ধরণের ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানান। এতে প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
Leave a Reply