রাউজান পৌরসভায় করোনা হেল্প ডেস্ক চালু

নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনায় এবং তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের রাউজান পৌরসভায় বিভিন্ন মানবিক কর্মসূচী নিয়ে মাঠে নেমেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

আজ ৬ জুলাই মঙ্গলবার রাউজান পৌর ভবনে আয়োজিত এক সভায় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, “করোনা মোকাবেলায় ২০২০ সালের শুরু থেকেই বিভিন্ন সেবামূলক কর্মসূচীর মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এবারের লকডাউন পরিস্থিতিতে রাউজান পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুবরণকারীদের দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রম গ্রহণ করেছি। আমরা সার্বক্ষণিক ৫ টি মোবাইল নাম্বারের মাধ্যমে হেল্প ডেস্ক চালু করেছি। এসব নাম্বারে ফোন করে যোগাযোগ করলে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের লাশ দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে। যাদের এসব সেবার প্রয়োজন হবে তাদেরকে হেল্প ডেস্কের নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানাচ্ছি।”
(০১৮১৪১৬১৫৬২, ০১৮১৯৫৩৬৮৮১, ০১৮২০২৫২৫৫৯, ০১৮১৩৯৫৬৮৮৪, ০১৮৩৪৬১৪১৬৭)

২৪ঘণ্টা /রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *