পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার কচুয়াই গ্রামে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. ইলিয়াছ (২২), জহির আলম (৩০), মো. রফিক (২৮), আলী হোসেন (২২), মোহাম্মদ রফিক (৩৭), মো. সাকের (২৮) ও সামশুল আলম (৪০)।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা এতদিন বসবাস করলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানে তারা গা-ঢাকা দিয়েছে। তবে কিছু কিছু এলাকায় এখনও রোহিঙ্গারা অবস্তান করছেন। প্রায় দুইশ রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় কক্সবাজার ক্যাম্পে ফিরে গেছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পটিয়া থানার এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম কচুয়াই এলাকায় অভিযানে যায়। এসময ওই এলাকার বিভিন্ন বাসায় তল্লাশী চালিয়ে সাত রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি বলেন, রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বসবাস করার অপরাধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
Leave a Reply