লকডাউনের নবম দিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি:

চলমান লকডাউনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ৯ম দিনে (শুক্রবার) উপজেলার পৌর সদরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।

অভিযানে সরকারী আইন অমান্য করে বিকাল ৫ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৫ টি মামলায় হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ঘন্টা /দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *