রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে সাউন্ড বক্স বাজানোর ঘটনার জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় নাছির উদ্দিনের মালিকানাধীন হযরত এয়াছিন শাহ (রা.) কলোনীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সাকিব, ফরহাদ, নায়মা, রবিউল, আসিফ, আইজান ও জিশান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার জুমার নামাজের পর নাছিরের কলোনীর ভাড়াটিয়া সাকিব ও তার বোনের জামাতা রহমত বিকট শব্দে সাইন্ড বক্স বাজাতে থাকেনন। এ সময় উচ্চশব্দে অতিষ্ট হয়ে একই কলোনীর ভাড়াটিয়া ফরহাদসহ অন্যরা সাউন্ড বন্ধ করার কথা বললে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ-বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কলোনীতে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চিকদাইর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লাল নুন চাকমা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
২৪ঘণ্টা /নিজাম
Leave a Reply