নিজাম উদ্দিনরানা,রাউজান(চট্টগ্রাম):
৯ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় কঠোর লকডাউনের মাঝেও চলছিল একটি পারিবারিক আয়োজন। প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক অতিথির জন্য আয়োজন করা হয় ভোজের। অনুষ্ঠানে তখন খাবার টেবিলে ব্যস্ত অতিথিরা। কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে তখন অনেকটা উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে এলাকায়।
একটি সুত্রে সংবাদটি পেয়ে তাৎক্ষনিকভাবে
আয়োজনটি বন্ধ করার জন্য ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দেশ দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। সাথে সাথেই ইউএনওর নির্দেশে অনুষ্ঠানস্থলে ছুটে গিয়ে আয়োজনটি বন্ধ করে দেন নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে নোয়াপাড়া ইউনিয়নের
প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে তার পরিবার ৫শ’ মানুষের ভোজের আয়োজন করে। সংবাদটি পেয়ে আমি তাৎক্ষনিকভাবে আয়োজনটি পণ্ড করার জন্য থানা পুলিশ ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে নির্দেশ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেন।
২৪ঘণ্টা /রানা
Leave a Reply