পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও খাবার সামগ্রী তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার কমলমুন্সির হাট এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
তিনি বলেন, বুধবার পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি এবং খাবার সামগ্রী তৈরি করার অপরাধে মজু মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা এবং নেজাম ষ্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পরবর্তীর জন্য সতর্ক করে দেওয়া হয়।
উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
২৪ ঘন্টা/সঞ্জয় সেন/রাজীব..
Leave a Reply