চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৭০৯

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪১৬ এবং উপজেলা পর্যায়ে ২৯৩ জন। একই সময়ে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২০৮২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭০৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৫ হাজার ৮ জন। এর মধ্যে নগরে ৫০,১৩৪ জন এবং উপজেলা পর্যায়ে ১৪,৮৭৪ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬২০ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়ছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৭১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৯৭ এবং উপজেলায় ২৭৪ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *