হাটহাজারী ত্রিপুরা পল্লীতে শিক্ষা বৃত্তি প্রদান

হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের মনাই এবং সোনাই ত্রিপুরা পল্লীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের হাতে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ হতে শিক্ষা বৃত্তি- ২০২১ প্রদান করা হয়েছে। রবিবার ( ১১ জুন) চা বোর্ডে উপ-সচিব পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর কয়েকটি ভেন্যুতে একেবারে প্রাক প্রাথমিকের পুঁচকে শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মোট ১৫১ জন শিক্ষার্থীর হাতে স্বাস্থ্যবিধি মেনে এই শিক্ষা বৃত্তি তুলে দেন।

উল্লেখ্য জন্মলগ্ন থেকে অবহলিত এই ত্রিপুরা পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইউএনও রুহুল আমিন এর প্রচেষ্টায় আজ রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, টয়লেট, টিউবয়েল, চিকিৎসা, সোলারসহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়েছে।

২৪ঘণ্টা /পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *