বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ২০২০ সালে “সার্বিক কোন উন্নতি হয়নি” শিরোনামে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বিবৃতিতে বলেন, ৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে অসংগতিপূর্ণ বাস্তবতা পরিপন্থি কিছু দিক তুলে ধরেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েল্থ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে তা একটি দেশের গণমানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে, যা যুক্তরাজ্যের মত একটি দেশের দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে কাম্য নয়।

মত প্রকাশের স্বাধীনতা, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে সরকারের পদক্ষেপ, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ যে সকল বিষয়ের সমালোচনা করেছে তা কোন প্রকার বাস্তবতার আলোকে নয়। তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরীণ যে সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো যথেষ্ট প্রতিবাদী ভূমিকা পালন করে এবং সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের মহাসচিব আবেদ আলী বলেন, বর্তমান উন্নত বিশ্বের যে কোন দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অতিতের চেয়ে অনেক ভালো রয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

২৪ঘণ্টা /রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *