সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুনের ব্যক্তিগত উদ্যেগে উপজেলা পরিষদ প্রবেশ মুখে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে এটি উদ্বোধন করা হয়।
এসব বুথ থেকে উপজেলা পরিষদে অবস্থিত সরকারী অফিসে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারীসহ উপজেলায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের সুবিধার্থে উক্ত বুথ স্থাপন করা হয়েছে বলে জানান চেয়ারম্যান এস.এম আল মামুন। বুথ স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূরউদ্দীন রাশেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন, তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী,সালাউদ্দীন আজিজ, মোরশেদ হোসেন চৌধুরী, সাংবাদিক সেকান্দর হোসাইন,জাহেদুল আনোয়ারসহ দলীয় নেতৃবৃন্দ ।
২৪ঘণ্টা /দুলু
Leave a Reply