চট্টগ্রামে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৭৬৮

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৭৪ এবং উপজেলা পর্যায়ে ২৯৪ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৪২১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৬৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে নগরে ৫২,৪২৩ জন এবং উপজেলা পর্যায়ে ১৬,১৩২ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৪২ জনের নমুনা পরীক্ষায় ১৬৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়ছে।

এন্টিজেন টেস্টে ১০৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২৯ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮১০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫১১ এবং উপজেলায় ২৯৯ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *