চট্টগ্রামে পথ শিশুদের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

ডেস্ক নিউজ:

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন চলায় চট্টগ্রামের ষোল শহর রেলস্টেশন সংলগ্ন অসহায় ও পথশিশুদের মাঝে প্রায় ১৫০ প্যকেট রান্না করা বিরানি বিতরন করা হয়েছে। লকডাউনে অসহায়‌ ছিন্নমূল ও পথশিশুরা অনাহারে দিন কাটাচ্ছে।

এ সকল অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশুদের পাশে দাঁড়াতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়। বৃহস্পতিবার দুপুরে দেড়শ জন অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশু বাচ্চাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বিতরণকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আজিজ বলেন, কঠোর লকডাউন এর কারণে এসব অসহায় ছিন্নমূল ও পথশিশুরা ঠিকমতো তিনবেলা খাবার জোগাতে পারছে না। তাই আমরা তাদের কথা চিন্তা করে তাদের জন্য এই দুপুরের খাবার আয়োজন করেছি। তবে সমাজের বিত্তবান মানুষগুলো এ সকল ছিন্নমূল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে তারা হয়তো এই মহামারী করোনা সময়ও তিন বেলা খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি কহিনুর খানম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদ খান আরজু, সেলিম পারভেজ ববি, সাংগঠনিক সম্পাদক সেলিম, দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাগুফতা হাসান, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, উত্তর জেলার যুগ্ম সম্পাদক আবু বকর, মহিলা সম্পাদিকা তাসলিমা আক্তার, সদস্য আশিকুল আলম, হাসানুজ্জামান, ইমরান,আলতাফ,রাসেদুল্লাহ চকবাজার থানার নাফিজ ইমতিয়াজ সাঞ্জু, মোরশেদ জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

২৪ঘণ্টা /দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *