সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার বড়দারোগা হাট বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ২৫টি সিসিটিভি ক্যামেরা। বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এর উদ্যেগে এবং বড়দারোগা হাট বাজার ব্যাবসায়ীদের সহযোগীতায় ক্যামেরাগুলি স্থাপন করা হয়েছে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের নিরাপত্তায় এসব ক্যামেরা লাগানো হয়।
ক্যামেরা স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দারোগা হাট বাজার এর ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিউজ্জামান রফিক, বিশিষ্ট ব্যাবসায়ী উজ্জ্বল পাল, ব্যাবসায়ী আশু তোষ পাল, জয়নাল আবেদিন শাকিল, আইয়ুব খান, পলাশ প্রমুখ। সাইদুল ইসলাম বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের পর থেকে বাজারে চুরি, ডাকাতি রোধে ব্যাপক ভূমিকা রাখবে। পুরো বাজার এলাকা সিসিটিভির আওতায় আনা হচ্ছে। সিসিটিভি স্থাপনের পর মহাসড়ক ও বাজারে অপরাধ কমে যাবে। ইতোমধ্যে ২৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
২৪ঘণ্টা /দুলু
Leave a Reply