চট্টগ্রামে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৫

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৬৮ এবং উপজেলা পর্যায়ে ১৯৭ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৪৩৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৬৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭১ হাজার ৬৬৭ জন। এর মধ্যে নগরে ৫৪,৫২৯ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,১৩৮ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৪০ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৪১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫২১ এবং উপজেলায় ৩২০ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *