দেশে করোনায় রেকর্ড ২৩১ জনের মৃত্যু,শনাক্ত ১৩৩২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড এটাই। এর আগে, গত ১১ জুলাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

একই সময়ে দেশে ১৩ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে, গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ১১ জুলাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল। গতকাল করোনায় ২২৫ জন, গত পরশু ২০৪ জন, তার আগের ১৮৭ জন ও গত ১৫ জুলাই ২২৬ জন মারা যান।

এ পর্যন্ত দেশে ১৮ হাজার ১২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *