চট্টগ্রামে ৫৪১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৬

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৫১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩৭ এবং উপজেলা পর্যায়ে ২১৪ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১২৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৪ হাজার ২৬১ জন। এর মধ্যে নগরে ৫৬,১৮২ জন এবং উপজেলা পর্যায়ে ১৮,০৭৯ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৮০ জনের নমুনা পরীক্ষায় ১৯৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৬৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৩৬ এবং উপজেলায় ৩৩২ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *