বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

২৪ঘণ্টা ডেস্ক:

নান কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের নৈপথ্য নায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

কমূসূচীর মধ্যে ছিল দোয়া, আলোচনা সভা ও কেক কাটা। এই উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) আজমান স্পাইসি হাউসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ.এ.ই এর সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুনসুর সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য আবু নাছের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইব্রাহীম ওসমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, ইউ.এ.ই সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি এমদাদুল, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রাসআলখাইমা সভাপতি জসিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মল্লিক, শারজার সভাপতি আবু বক্কর সিদ্দিক, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক গাজী নিজাম, আজমান শাখার সদস্য নেজাম আহমেদ তুষার, মিহির, ওমলকায়ুম শাখার সদস্য জসিম আজাদ প্রমুখ।

২৪ঘণ্টা/রাসেল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *