করোনা উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী তানজিদা মোরশেদ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানজিদা মোরশেদের সহপাঠী মো. শওকত আলী বলেন, ঈদের আগে থেকে তানজিদার জ্বর ছিল। অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।

পড়াশোনার পাশাপাশি তানজিদা একটি স্কুলে শিক্ষকতা করতেন। তানজিদার পরিবারে মা ও বড় বোন আছেন। তিনি পরিবারের সঙ্গে নগরের হালিশহর থানার বি-ব্লক আবাসিকে থাকতেন। সকাল সাড়ে ১০ টায় জানাযা শেষে হালিশহরে তাকে দাফন করা হয়।

২৪ঘণ্টা / রাসেল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *