করোনা শনাক্তের নতুন রেকর্ড, আক্রান্ত ১৪৬৬ : মৃত্যু ৯

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৬৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০৮৫ এবং উপজেলা পর্যায়ে ৩৮১ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৯২৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৬৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮১ হাজার ২১৭ জন। এর মধ্যে নগরে ৬০,৯০৭ জন এবং উপজেলা পর্যায়ে ২০,৩১০ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৯০১ জনের নমুনা পরীক্ষা করে ৩২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৭৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালী ১২ জন, আনোয়ারা ৭ জন, চন্দনাইশ ২৬ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ৪৮ জন, রাঙ্গুনিয়া ৩৮ জন, রাউজান ৬২ জন, ফটিকছড়ি ৩৩ জন, হাটহাজারী ৪৫ জন, সীতাকুণ্ড ২৬ জন, মিরসরাই ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৫৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৭৪ এবং উপজেলায় ৩৮৪ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *