চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ কলেজের সামনে থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. মামুন। মামুন কক্সবাজার জেলার টেকনাফ থানা যাদি মুড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া খ সার্কেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মামুনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply