রাউজানের উরকিরচর ইউনিয়নে দুঃস্থদের মাঝে চাউল বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

রাউজানের উরকিরচর ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার সকালে উরকিরচর ইউপি কার্যালয় প্রাঙ্গনে এ চাউল বিতরণ করেন উরকিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর জব্বার সোহেল। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় একশতাধিক পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য বহুমুখী পরিকল্পনায় খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। এছাড়া রাউজানের সাংসদের ব্যবস্থাপনায় চাউল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

২৪ঘণ্টা /রাসেল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *