চট্টগ্রামে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১২৮৫

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২৮৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৪৪ এবং উপজেলা পর্যায়ে ৪৪১ জন। একই সময়ে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৬৭৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৮৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে নগরে ৬৪,৪৫৯ জন এবং উপজেলা পর্যায়ে ২১,৯৭০ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৮৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। , চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২০ জন, সাতকানিয়ায় ১০ জন, বাঁশখালী ২০ জন, আনোয়ারা ৮ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৩০ জন, বোয়ালখালী ৪২ জন, রাঙ্গুনিয়া ৫৩ জন, রাউজান ৭৮ জন, ফটিকছড়ি ১৫ জন, হাটহাজারী ৮০ জন, সীতাকুণ্ড ৫১ জন, মিরসরাই ১৪ জন এবং সন্দ্বীপে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০১০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৯৭ এবং উপজেলায় ৪১৩ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *